বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ-১ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী এস এ জিন্নাহ কবির বলেছেন, প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন জাতীয় সম্পদ। তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তির নয়। তিনি বিএনপির দুঃসময়ের কাণ্ডারি।
সোমবার খোন্দকার দেলোয়ার হোসেনের মাজার জিয়ারতের পর তিনি এ কথা বলেন। এর আগে বেলা ১১টায় সদর উপজেলার গিলন্ড এলাকায় সাবেক মন্ত্রী হারুনার রশীদ খান মুন্নুর মাজারও জিয়ারত করেন।
খোন্দকার দেলোয়ারকে তার রাজনৈতিক গুরু বলে উল্লেখ করে জিন্নাহ কবির আরও বলেন, 'তার দেখানো পথেই আমি হাঁটছি। তাকে নিয়ে কোনো ষড়যন্ত্র দেশের জনগণ মেনে নেবে না।'
এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামান মানিক, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য হাবিবুল্লাহ নোমানীসহ নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
পরে ঘিওর কুস্তা এলাকায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন